Mouse

এর সাহায্যে কী-বোর্ডের মত কম্পিউটার পরিচালনা করা যায়। মাউস আবিষ্কারের পর কম্পিউটার চালানো আরো সহজতর হয়েছে। যে সমস্ত কমান্ড কী-বোর্ড দিয়ে দিতে প্রচুর সময় লাগে তা মাউসের সাহায্যে এক নিমেষে করে ফেলা যায়। অনেকে মাউস ছাড়া কম্পিউটার চালাতেই পারে না।

মাউস পয়েন্টার মুভ করে উদ্দিষ্ট বাটন বা মেনুর উপর এনে ক্লিক করে কম্পিউটার চালানো হয়। এটি একটি অত্যাবশ্যকীয় ইনপুট ডিভাইস।