Monitor

মনিটর একটি আউটপুট ডিভাইস। এটি দেখতে একেবারে টিভির মত। মনিটর ছাড়া কম্পিউটার কল্পনাও করা যায় না। তবে একসময় মনিটর ছাড়াই কম্পিউটার তৈরি করা হতো। কম্পিউটারের সকল প্রকার কার্যাবলী যেমন; টেক্সট (লেখা), গ্রাফিক্স, ভিডিও ইত্যাদি মনিটরে প্রদর্শিত হয়। এসবের সাহায্যে কম্পিউটার পরিচালনা করা হয়।

বর্তমানে ১৯ ইঞ্চি এলইডি মনিটর বেশি ব্যবহৃত হয়। তবে এর চেয়ে ছোট বা বড় সাইজের মনিটরও ব্যবহার করা হয়। এখন অনেক উন্নতমানের মনিটর ও টিভি পাওয়া যায়, এ গুলোর সাহায্যে কম্পিউটার চালানো ও টিভি দেখার কাজ দু'টিই করা যায়। এক্সটারনাল টিভি কার্ডের সাহায্যে কম্পিউটার ছাড়াই সব ধরনের মনিটরেই টিভি দেখা যায়। তবে মনিটর গুলো ভিজিএ বা এসভিজিএ হতে হবে।