কী-বোর্ড কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। এর সাহায্যে কম্পিউটার পরিচালনা ও ডেটা বা উপাত্ত প্রদান করা যায়। কম্পিউটারের যে কয়টি অত্যাবশ্যকীয় ডিভাইস রয়েছে কী-বোর্ড তার মধ্যে অন্যতম। কী-বোর্ডে সাধারনত ১০১টি থেকে ১০৪টি কী (সুইচ বা বাটন) থাকে। মাল্টিমিডিয়া কী-বোর্ডে কী সংখ্যা আরো বেশী থাকে। এসব কী-গুলোতে ইংরেজী বর্ণ, শব্দ, সংখ্যা ও বিষেশ চিহ্ন থাকে।
বর্তমানে অনেকে কী-বোর্ডে বাংলা টাইপ করার সুবিধার্তে ইংরেজী বর্ণের পাশাপাশি বাংলা বর্ণও থাকে। টাইপ রাইটারের সাথে কী-বোর্ডের যথেষ্ট মিল রয়েছে। এ কারণে যারা কম্পিউটার শেখার আগে টাইপ প্রশিক্ষন নিেেয় থাকে এবং দ্রুত টাইপ করতে পরে তাদের জন্য কী-বোর্ড চালানো সহজ হয়।
বর্তমানে অনেকে কী-বোর্ডে বাংলা টাইপ করার সুবিধার্তে ইংরেজী বর্ণের পাশাপাশি বাংলা বর্ণও থাকে। টাইপ রাইটারের সাথে কী-বোর্ডের যথেষ্ট মিল রয়েছে। এ কারণে যারা কম্পিউটার শেখার আগে টাইপ প্রশিক্ষন নিেেয় থাকে এবং দ্রুত টাইপ করতে পরে তাদের জন্য কী-বোর্ড চালানো সহজ হয়।