যে সকল কম্পিউটার মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরী হয় সে সকল কম্পিউটারকে মাইক্রোকম্পিউটার বলা হয়। এধরনের একটি কম্পিউটার একজন ব্যবহার করে থাকে বলে একে পার্সোনাল কম্পিউটার (Personal Computer) বা PC বলা হয়। মাইক্রো কম্পিউটার প্রধানত একক প্রসেসর বিশিষ্ট হয়ে থাকে। তবে বেশ কিছুদিন ধরে একাধিক প্রসেসর (Multiprocessor) যুক্ত মাইক্রো কম্পিউটার তৈরী করা হচ্ছে।
সকল ক্ষেত্রেই মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়। অফিসের কাজ ছাড়াও ঘরের কাজ, খেলাধুলা, চিত্তবিনোদন এবং ব্যক্তিগত কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয়। মাইক্রো প্রসেসর প্রতিনিয়ত উন্নয়ন করা হচ্ছে। ফলে এই কম্পিউটারের ক্ষমতা ও প্রয়োজনিয়তা বৃদ্ধি পাচ্ছে।
মিনিফ্রেম কমিউটারের অনেক কাজ এখন মাইক্রো কম্পিউটার করতে পারে। ফলে দিন দিন মিনি কম্পিউটারের ব্যবহার হ্রাস পাচ্ছে। মাইক্রো কম্পিউটার বিভিন্ন অকৃতির হয়ে থাকে। প্রথম দিকে এই কম্পিটার ডেস্কটপ ও পারসোনাল কম্পিউটার হিসেবে চিন্তা করা হতো। কিন্তু সময়ের ব্যবধানে এই কম্পিউটার ল্যাপটপ, নোটবুক, পামটপ হিসেবে ওয়ার্কস্টেশেন, মাল্টিইউজার, মাল্টিটাস্কিং সহ বহুবিধ পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে।
মাইক্রো কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা;
১) সুপার মাইক্রো কম্পিউটার (Super Micro Computer)
২) ডেস্কটপ কম্পিউটার (Desk Top Computer)
৩) ল্যাপটপ কম্পিউটার (Lap Top Computer)
৪) পামটপ কম্পিউটার ( Palm Top Computer)
সকল ক্ষেত্রেই মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়। অফিসের কাজ ছাড়াও ঘরের কাজ, খেলাধুলা, চিত্তবিনোদন এবং ব্যক্তিগত কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয়। মাইক্রো প্রসেসর প্রতিনিয়ত উন্নয়ন করা হচ্ছে। ফলে এই কম্পিউটারের ক্ষমতা ও প্রয়োজনিয়তা বৃদ্ধি পাচ্ছে।
মিনিফ্রেম কমিউটারের অনেক কাজ এখন মাইক্রো কম্পিউটার করতে পারে। ফলে দিন দিন মিনি কম্পিউটারের ব্যবহার হ্রাস পাচ্ছে। মাইক্রো কম্পিউটার বিভিন্ন অকৃতির হয়ে থাকে। প্রথম দিকে এই কম্পিটার ডেস্কটপ ও পারসোনাল কম্পিউটার হিসেবে চিন্তা করা হতো। কিন্তু সময়ের ব্যবধানে এই কম্পিউটার ল্যাপটপ, নোটবুক, পামটপ হিসেবে ওয়ার্কস্টেশেন, মাল্টিইউজার, মাল্টিটাস্কিং সহ বহুবিধ পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে।
মাইক্রো কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা;
১) সুপার মাইক্রো কম্পিউটার (Super Micro Computer)
২) ডেস্কটপ কম্পিউটার (Desk Top Computer)
৩) ল্যাপটপ কম্পিউটার (Lap Top Computer)
৪) পামটপ কম্পিউটার ( Palm Top Computer)