Mini Computer
মিনি কম্পিউটার
অন্যান্য কম্পিউটারের তুলনায় এসকল কম্পিটার মাঝারি আকৃতির। মেইনফ্রেম কম্পিউটারের সাথে এর কাজের ধরন ও প্রক্রিয়াগত কোন পার্থক্য নেই। মেনইনফ্রেমের তুলনায় এর কাজের ক্ষমতা ও গতি তুলনামূলক কম। তবে মেইন ফ্রেমের মত এই কম্পিউটারেও একসাথে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।