Super Micro Computer

সুপার মাইক্রো কম্পিউটার
সবচেয়ে শক্তিশালী মাইক্রো কম্পিউটারকে সুপার মাইক্রো কম্পিউটার বলা হয়। এ কম্পিউটারেকে ওয়ার্ক স্টেশন (Work Station) নামেও ডাকা হয়। এ কম্পিউটারের কাজ করার ক্ষমতা অনেকাংশে মিনি কম্পিউটারের সমান। তাই সুপারমাইক্রো কম্পিউটটার প্রতিনিয়ত মিনি কম্পিউটারের স্থান দখল করে নিচ্ছে।