কম্পিউটার কি?
কম্পিউটার একটি অত্যাধুনিক প্রোগ্রাম নিয়ন্ত্রিত ইলেক্ট্রনিক যন্ত্র, যা তথ্য প্রক্রিয়া করণের কাজে ব্যবহার করা হয়। কম্পিউটার দুইটি বৈশিষ্টের উপর ভিত্তি করে কাজ করে;১) কম্পিউটার তার মেমোরিতে অসংখ্য তথ্য সংরক্ষণ করে রাখতে পারে।
২) অত্যান্ত দ্রুত গতিতে তথ্য প্রক্রিয়া করে সমস্যার সমাধান করতে পারে।
তোমরা এখানে ‘‘তথ্য’’ নামে একটি শব্দ পাচ্ছো, এই শব্দটি সম্পর্কে তোমাদের ভাল ধারনা থাকা দরকার। এ সম্পর্কে নিচের আলোচনাটি লক্ষ্য কর।
মনেকর; একটি ছেলের নাম অভি রহমান, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। তার বাবার নাম আনিসুর রহমান। তার স্কুলের নাম গভঃ ল্যাবরেটরী বয়েজ হাই স্কুল। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়;
ছেলেটির নাম কি?
সে কোন শ্রেণীতে পড়ে?
তার বাাবর নাম কি?
তার স্কুলের নাম কি?
তাহলে তুমি অনায়েসে বলে দিবে;
ছেলেটির নাম অভি,
সে পঞ্চম শ্রেণীতে পড়ে,
তার বাবার নাম আনিসুর রহমান এবং
তার স্কুলের নাম গভঃ ল্যাবরেটরী বয়েজ হাই স্কুল।
এখানে আমরা চারটি উত্তর পেলাম। আর এই চারটি উত্তরই হচ্ছে চারটি তথ্য। তবে তথ্য অনেক ছোটও হতে পারে আবার বিশাল হতে পারে। যেমন; ‘‘অভি’’ একটি তথ্য আবার ‘‘গভঃ ল্যাবরেটরী বয়েজ হাই স্কুল’’ ও একটি তথ্য । তোমরা যদি তোমাদের স্কুলের সকল ছাত্রের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য কম্পিউটারে রেখে দাও। এবং পরবর্তিতে প্রোগ্রামের সাহায্যে প্রশ্ন করে কম্পিউটারের নিকট হতে ছাত্রদের বিভিন্ন তথ্য জানতে চাও, তাহলে কম্পিউটার তোমাদের নির্দিষ্ট প্রশ্নের তথ্য ভিত্তিক উত্তর দিবে।
আসলে তথ্য শব্দটির অর্থ্য অনেক ব্যাপক, এখানে সামান্য আলোচনা করা হলো। তোমাদের বুঝতে অসুবিধা হলে বড়দের নিকট হতে সাহায্য নিতে পার।