Computer

Computer শব্দটি গ্রীক Compute শব্দ হতে এসেছে। Compute শব্দের অর্থ গণনা করা, আর Computer শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। অর্থা যে যন্ত্রের সাহায্যে হিসাব-নিকাশ করা যায়। কিন্তু কম্পিউটারকে যদি আমরা শুধুমাত্র গণনাকারী যন্ত্র বলি তাহলে কি ঠিক হবে? তোমরা কি বল? হ্যা আমিও তোমাদের সাথে একমত; বর্তমান কম্পিউটারকে কোন ভাবেই শুধু মাত্র গণনাকারী যন্ত্র বলা ঠিক হবেনা। তোমরা দেখেছ স্কুলে, বাসায়, অফিসে কিম্বা কম্পোজের দোকানে; চিঠি-পত্র, ক্লাশ নোট, মজার-মজার লেখা, ছবি আঁকা, গান শোনা, ভিডিও গেম সহ আরোও বিভিন্ন কাজে বড়দের পাশাপাশি ছোটরাও কম্পিউটার ব্যবহার করছে।

প্রথমে কিন্তু কম্পিউটার গণনাকারী যন্ত্র হিসেবেই তৈরি হয়। সেই প্রথম যুগের কম্পিউটারকে তোমরা বর্তমান সাধারন Calculator-এর সাথে তুলনা করতে পারো। তাই বলে ক্যালকুলেটরের মত এমন ছোট্টটি ছিলনা সেই কম্পিউটার। তা ছিল বিশাল এবং ব্যবহারও ছিল অত্যান্ত জটিল। সাধারন লোকজন তা চালাতে পারতনা। কিন্তু এখন ছোটরাও বড়দের পাশাপাশি কম্পিউটার চালাচ্ছে।
বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত ও ব্যবহৃত বিষয় বস্তু হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের নাম শোনেনি এমন লোক খোজে পাওয়া মুশকিল। তোমরাও কম-বেশি কম্পিউটার সম্পর্কে জানো এমনকি তোমাদের মধ্যে অনেকেই কম্পিউটার ব্যবহার পর্যন্ত করছ।

No comments:

Post a Comment