Scanner

এটি একটি ইনপুট ডিভাইস। এর সাহেয্যে যে কোন চিত্র, লেখা, লাইন ইত্যাদি কম্পিউটারে ইনপুট করা যায়। ইনপুট করা বিষয় বস্তু গ্রাফিক্স সফ্টওয়্যারের সাহায্যে এডিট করে প্রয়োজনিয় ডকুমেন্টে বসিয়ে প্রিন্ট করা যায়। সাধারন ব্যবহারকারী থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান সবাই স্ক্যানার ব্যবহার করে থাকে। অসংখ্য কোয়ালিটির স্ক্যানার রয়েছে। বর্তমানে মোটামোটি ভাল কোয়ালিটির ফ্ল্যাটবেড স্ক্যানার সস্তায় পাওয়া যায়। তবে প্রকাশনার কাজে ব্যবহৃত ড্রাম স্ক্যানারের দাম প্রচুর।