কম্পিউটারের ভাষা
মানুষ যেমন ভাষার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে, তেমনি কম্পিউটার পরিচালনার জন্য রয়েছে এর নিজেস্ব ভাষা। তবে কম্পিউটারের ভাষা মানুষের ভাষার মত বাংলা, ইংরেজী বা আরবী নয়। এর ভাষা হচ্ছে বৈদ্যুতিক বাইনারী। “বৈদ্যুতিক বাইনরী” শব্দ দু‘টি তোমাদের অনেকের নিকটই একেবারে নতুন শব্দ।তোমরা আগেই জেনেছ কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র। অর্থাৎ ইলেক্ট্রিসিটি বা বিদ্যুতের সাহায্যে কম্পিউটার চলে। বিদ্যুৎ প্রবাহিত হয় দুইটি সংকেতর সাহায্যে;
১. ধনাত্বক (+) এবং
২. ঋণাত্বক (-)।
এই (+) এবং (-) সংকেত দুটিকে ১ এবং ০ দ্বারা প্রকাশ করা হয়।
১ বা (+) দ্বারা বুঝায় বিদ্যুৎ আছে এবং
০ বা (-) দ্বারা বুঝায় বিদ্যুৎ নেই।
বাইনারী হচ্ছে এক ধরনের সংখ্য পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে শুধু মাত্র দুইটি অঙ্কের সাহায্যে গাণিতিক কাজ করা যায়। অঙ্ক দুইটি হচ্ছে; ০ এবং ১। কম্পিউটার এই সংখ্যা পদ্ধতি বুঝে। কেননা কম্পিউটার বৈদ্যুতিক যন্ত্র হওয়ায় বিদ্যুতের ধনাত্বক (+) ও ঋণাত্বক (-) প্রবাহ বুঝে। কম্পিউটার বিদ্যুতের
ধনাত্বক প্রবাহকে (Positive/ +) কে বাইনারীর ১ এবং
ঋণাত্ত্বক প্রবাহকে (Negative/ -) কে বাইনারীর ০ রুপান্তর করে কাজ করে। অর্থাৎ কম্পিউটার বৈদ্যুতিক প্রবাহকে সংখ্যায় (উরমরঃ) রূপান্তর করে কাজ করে। এটাই কম্পিউটারের ভাষা। এই গাণিতিক ভাষার নাম বাইনারী। যদিও আমরা কম্পিউটারে তথ্য প্রদান করি বর্ণ, অঙ্ক বা সংকেতের মাধ্যমে। কম্পিউটার এ এসকল বর্ণ, অঙ্ক বা সংকেতকে বাইনারী ডিজিট অর্থাৎ ১ ও ০ রুপান্তর করে কাজ করে।