অ্যাবাকাস
কম্পিউটারের ইতিহাস জানতে হলে, প্রথমেই আমাদের জানতে হবে গণনাকারী যন্ত্রের ইতিহাস। কারণ, প্রথম কম্পিউটার তৈরি হয় গণনাকারী যন্ত্র হিসেবে। গণনাকারী যন্ত্রের ইতিহাস হতে জানা যায় খৃস্টপূর্ব ৪৫০/৫০০ অব্দে চীনারা অ্যাবাকাস (Abacus) নামে একটি গণনা যন্ত্র ব্যবহার করত। আর এটাই হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত গণনাকারী যন্ত্র। তাই অ্যাবাকাসকে কম্পিউটারের পূর্ব পুরুষ বলা হয়।
কম্পিউটারের আবিষ্কারক
কোন কিছু আবিষ্কারের সাথে তার আবিষ্কারকের নাম জড়িত থাকে। যেমন; বৈদ্যুতিক ভাল্ব আবিষ্কার করেছে টমাস আলভা এডিসন, রেডিও আবিষ্কার করেছে জন মার্কণী। কিন্তু কাউকে এককভাবে কম্পিউটারের আবিষ্কারক বলা যায়না, কারণ প্রথম যুগ হতে বর্তমানের অত্যাধুনিক কম্পিউটার আবিষ্কারের সাথে জড়িত রয়েছে অসংখ্য ব্যক্তির নিরলস সাধনা। তবে বৃটিশ গণিত বিশারদ চার্লস ব্যাবেজ (Charles Babbage) ১৮৩৩ সনে ডিফারেন্স ইঞ্জিন নামক একটি ইলেক্ট্রিনিক যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সূত্র ধরেই বর্তমানের আধুনিক কম্পিউটার তৈরী করা হয়। তাই চার্লস ব্যাবজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
বর্তমান কম্পিউটার যে ভাবে কাজ করে অর্থাৎ স্মৃতী ভান্ডার (Memory) ও চিন্তা শক্তির জন্য মস্তিষ্ক (Processor) তৈরি করার চিন্তা-ভাবনা করেন এবং এর জন্য নক্সা তৈরি করেন। তখনকার সময় কেউ তার এসব কথা বিশ্বাস করেনি। এমন কি অনেকে তাকে পাগল বলতেও ছাড়েনি। এসকল কারণ সহ বিভিন্ন কারণে তাঁর পরিকল্পনা সেই সময় কাজে লাগানো সম্ভব হয়নি। কিন্তুু পরবর্তিতে তার এই পরিকল্পনাই সত্যি হয়।
সর্বপ্রথম আবিষ্কৃত কম্পিউটার
সর্ব প্রথম আবিষ্কৃত কম্পিউটারের নাম Mark-1. এটি ১৯৪৪ সনে মার্কিন যুক্ত রাস্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ও এর চার জন প্রকৌশলী আবিষ্কার করেন। Mark-1. এর ওজন ছিল ৫ টন, লম্বায় ছিল ৫১ ফুট এবং উচ্চতা ছিল ৮ ফুট।
সর্ববৃহৎ কম্পিউটার
সর্ববৃহৎ আবিষ্কৃত কম্পিউটারের নাম ENIAC. এর ওজন ছিল ৩০ টন। এটি ১৯৪৬ সনে মার্কিন যুক্ত রাস্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জন মউসলি এবং তার ছাত্র তৈরি করেন।
কম্পিউটারের ইতিহাস জানতে হলে, প্রথমেই আমাদের জানতে হবে গণনাকারী যন্ত্রের ইতিহাস। কারণ, প্রথম কম্পিউটার তৈরি হয় গণনাকারী যন্ত্র হিসেবে। গণনাকারী যন্ত্রের ইতিহাস হতে জানা যায় খৃস্টপূর্ব ৪৫০/৫০০ অব্দে চীনারা অ্যাবাকাস (Abacus) নামে একটি গণনা যন্ত্র ব্যবহার করত। আর এটাই হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত গণনাকারী যন্ত্র। তাই অ্যাবাকাসকে কম্পিউটারের পূর্ব পুরুষ বলা হয়।
কম্পিউটারের আবিষ্কারক
কোন কিছু আবিষ্কারের সাথে তার আবিষ্কারকের নাম জড়িত থাকে। যেমন; বৈদ্যুতিক ভাল্ব আবিষ্কার করেছে টমাস আলভা এডিসন, রেডিও আবিষ্কার করেছে জন মার্কণী। কিন্তু কাউকে এককভাবে কম্পিউটারের আবিষ্কারক বলা যায়না, কারণ প্রথম যুগ হতে বর্তমানের অত্যাধুনিক কম্পিউটার আবিষ্কারের সাথে জড়িত রয়েছে অসংখ্য ব্যক্তির নিরলস সাধনা। তবে বৃটিশ গণিত বিশারদ চার্লস ব্যাবেজ (Charles Babbage) ১৮৩৩ সনে ডিফারেন্স ইঞ্জিন নামক একটি ইলেক্ট্রিনিক যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সূত্র ধরেই বর্তমানের আধুনিক কম্পিউটার তৈরী করা হয়। তাই চার্লস ব্যাবজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।
বর্তমান কম্পিউটার যে ভাবে কাজ করে অর্থাৎ স্মৃতী ভান্ডার (Memory) ও চিন্তা শক্তির জন্য মস্তিষ্ক (Processor) তৈরি করার চিন্তা-ভাবনা করেন এবং এর জন্য নক্সা তৈরি করেন। তখনকার সময় কেউ তার এসব কথা বিশ্বাস করেনি। এমন কি অনেকে তাকে পাগল বলতেও ছাড়েনি। এসকল কারণ সহ বিভিন্ন কারণে তাঁর পরিকল্পনা সেই সময় কাজে লাগানো সম্ভব হয়নি। কিন্তুু পরবর্তিতে তার এই পরিকল্পনাই সত্যি হয়।
সর্বপ্রথম আবিষ্কৃত কম্পিউটার
সর্ব প্রথম আবিষ্কৃত কম্পিউটারের নাম Mark-1. এটি ১৯৪৪ সনে মার্কিন যুক্ত রাস্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ও এর চার জন প্রকৌশলী আবিষ্কার করেন। Mark-1. এর ওজন ছিল ৫ টন, লম্বায় ছিল ৫১ ফুট এবং উচ্চতা ছিল ৮ ফুট।
সর্ববৃহৎ কম্পিউটার
সর্ববৃহৎ আবিষ্কৃত কম্পিউটারের নাম ENIAC. এর ওজন ছিল ৩০ টন। এটি ১৯৪৬ সনে মার্কিন যুক্ত রাস্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জন মউসলি এবং তার ছাত্র তৈরি করেন।