Hardware

Hardware শব্দের আভিধানিক অর্থ হচ্ছে শক্ত জিনিষ। যেসকল জিনিষ হাত দিয়ে ধরা যায় এবং সহযে নষ্ট হয় না বা পঁচে যায়না তাকে হার্ডওয়্যার বলা হয়। (Hard = শক্ত, Ware = দ্রব্য বা জিনিষ)

কম্পিউটারের ক্ষেত্রে; হার্ডওয়্যার বলতে কম্পিউটার এবং এর সাথে সংস্লিষ্ট সকল প্রকার যন্ত্র ও যন্ত্রাংশ সমূহকে বুঝায়। অর্থাৎ কম্পিউটারের কাজের সাথে সম্পর্কযুক্ত সকলপ্রকার যন্ত্র ও যন্ত্রাংশই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। যেমনঃ কম্পিউটাররের প্রধান অংশ (সিসটেম ইউনিট), মনিটর, কী-বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, স্পিকার ইত্যাদি।